Your Payment is secure.
বাজারযাই অনলাইন শপ কি?

ক্রেতার জন্য বাজারযাই

ক্রেতার সুরক্ষায় বাজারযাই
অনলাইনে কোন পন্যের এড দেখে ক্রয় করতে গেলে আমাদের সবার মনে একাধিক প্রশ্ন জেগে ওঠে , যেমনঃ
- দোকানদার সাধারণত কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠাবে, এবং কুরিয়ার বক্সে কি থাকবে তা না দেখেই আমাদের কুরিয়ার কাউন্টারে/ডেলিভারি ম্যান কে পন্যের সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে হয়। সেক্ষেত্রে পণ্য যাচাই না করেই মুল্য পরিশোধ করতে হয় শুধুমাত্র বিক্রেতার ভরসায় ।
- আবার অনেক ক্ষেত্রে দোকানদার পণ্য কুরিয়ার এর জন্য অগ্রিম টাকাও চেয়ে থাকে। যে টাকার লিখিত কোন নিশ্চয়তা নেই।
অনলাইন কেনাকাটা এভাবেই কাজ করে বলে, কিছু অসাধু লোক পন্য দেওয়ার কথা বলে প্রতারনা করার সুযোগও পাচ্ছে।
আর নয় প্রতারনা অপরিচিত এবং প্রতারক সেলারদের থেকে, আর নয় অনলাইন শপিং নিয়ে দুশ্চিন্তা । বাজারযাই অনলাইন শপ নিয়ে এসেছে সুরক্ষিত এবং নিরাপদ প্লাটফর্ম যেখানে আপনার শপিং, পেমেন্ট, ডেলিভারি সম্পূর্ণ আমাদের নিরাপত্তায় থাকবে।
আমরা একত্রিত করতে যাচ্ছি বাংলাদেশের সকল সেলারদের, যাদের ভেরিফাইয়ের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে চলেছি তাদের পণ্যগুলো। । যাদের সকলের রয়েছে নিজ নিজ এলাকায় দোকান/শপিং মল। আমাদের প্রতিটা ভেন্ডরের শপের ছবি, দোকানদার এর ছবি,গুগল ম্যাপ লোকেশন, এবং কন্টাক্ট নাম্বার উন্মুক্ত যা পন্যের নিচে ভেন্ডর ইনফরমেশনে এবং স্টোর লিস্টে পেয়ে যাবেন।
এছাড়াও কাস্টমার এর সুরক্ষায় আমাদের রয়েছে “ভেরিফাইড ডেলিভারি পেমেন্ট” সিস্টেম। অর্থাৎ আপনার ক্রয়কৃত পণ্যের পেমেন্ট “বাজার যাই” ততক্ষণ পর্যন্ত আপনার পণ্যের বিক্রেতা বা ভেন্ডর/দোকাদারকে করে হস্তান্তর করবে না যতক্ষণ না আপনি কনফার্ম করছেন যে আপনি আপনার কাঙ্খিত পণ্যটি হাতে পেয়েছেন। (ভুয়া অথবা ডুপ্লিকেট পণ্য পাবার কোন সম্ভবনাই নেই)
যেকোনো পণ্য অর্ডার করার পর যদি কোন ভেন্ডর পণ্য ডেলিভারি দিতে অক্ষম হয় তাহলে আমারা তা কনফার্ম হবার ১ ঘণ্টার মধ্যে আপানার পেমেন্ট ১০০% রিফান্ড করে দেব।
আপনার করা প্রতিটি পেমেন্ট এর ১০০% নিশ্চয়তা এবং সুরক্ষা দেবে “বাজারযাই অনলাইন শপ”।
অনলাইনে পণ্য বিক্রি করতে করতে গিয়ে একজন বিক্রেতা সর্বপ্রথম যে সমস্যা বা দ্বিধায় পড়ে তা হলো:
আমি আমার দোকানের পণ্য বিক্রি করব সততার সাথে এবং কাস্টমার কে সঠিক পণ্য কুরিয়ার করব। কিন্তু ক্রেতা যদি পণ্যটি কুরিয়ার হতে উত্তোলন না করে তাহেল ? তাহলে তো পণ্য ফেরত আসবে। সময় এবং কুরিয়ার খরচ দুই নষ্ট ।
তাহলে সমাধান কি ? ক্রেতা হতে অগ্রিম কিছু টাকা নিয়ে নেয়া? তাহলে তো পণ্য ফেরত আসলেও কোনো সমস্যা নেই কুরিয়ার খরচা কিছুটা বেচে যাবে ।
কিন্তু ভেবে দেখেছেন কী একজন অপরিচিত ব্যক্তির কাছে পণ্য পাঠানোর জন্য অগ্রিম টাকা চাওয়া মাত্র সে কি ভাবেতে পারে?
আপনি সঠিক কিন্তু একজন দূরের কাস্টমার ভাবতেই পারে আপনি অগ্রিম টাকা নেবেন আর যোগাযোগ করবেন কি না (যেটা অহরহ অসাধু বেক্তিরা করছে)।
অথবা যে পণ্য অর্ডার করব সেটা না পাঠায় অর্থাৎ কাঙ্ক্ষিত পণ্য না দিয়ে যদি অন্য কিছু দেয় প্যাকিং করে। কুরিয়ার অফিস অথবা ডেলিভারি বয় তো সেই দায় বহন করবেন না। কাস্টমারকে তো সম্পূর্ণ টাকা দিয়ে তারপর তার পণ্য টি দেখতে হবে সঠিক কিনা।
এই ধরনের অসংখ্য চিন্তা একজন ক্রেতার অনলাইনে শপিং করার ইচ্ছাটাই নষ্ট করে দেয়। যার ফলে অসংখ বেক্তি তার অনলাইনে শপিং এর সিদ্ধান্তই পরিবির্তন করে ফেলে।
“বাজারেযাই অনলাইন শপ” এই সকল সমস্যার সমাধান করে এবং একজন বিক্রেতার নিরাপদে পণ্য বিক্রয় করার জন্য সকল সকল সুবিধা প্রদান করে।
একজন ক্রেতার যেকোনো পণ্য ক্রয় করার পর আমরা তাদের পেমেন্ট নিরাপত্তা দিয়ে থাকি এবং বিক্রেতাকে কনফার্ম করি যে ক্রেতা তার পেমেন্ট সম্পূর্ণ করেছে। আপনি এখন তার পণ্য তার ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন। পণ্যটি ক্রেতা গ্রহণ করা মাত্রই আমরা বিক্রেতাকে পণ্যের মূল্য তার একাউন্টে উইথড্রল যোগ্য করে দেই।
আমাদের এখানে একজন ভেন্ডর/বিক্রেতা তার ড্যাশবোর্ড হতে তার পণ্য এবং সকল কিছু তার নিজের ইচ্ছে তো সেট করতে পারবে। যেমনঃ
ডিসকাউন্ট মূল্য, পাইকারি দর, কুপন,
এরিয়া অনুযায়ী কাঙ্ক্ষিত ডেলিভারি চার্জ নির্ধারণ,
এক্সট্রা ডেলিভারি চার্জ, ফ্রি ডেলিভারি, বুকিং/স্টোর পিকআপ,
যে কোনো পন্যের ক্যাশ অন ডেলিভারি অন/অফ,
আরও অসংখ্য অপশন পাবেন যেগুলো ব্যবহার করে আপনি সম্পূর্ণ ইন্ডিপেন্ডেট এবং নিরাপদ ভাবে অনলাইনে আপনার ব্যবস্যা বাড়াতে পারবেন।
ভেন্ডর হিসাবে আমাদের এখানে আরো কি কি সুবিধা পাচ্ছেন অবশ্যই বিস্তারিত দেখে নিনঃ Vendor Documentation ক্লিক করুন ।
সরাসরি ভেন্ডর হিসাবে জইন করুনঃ
ক্রেতা ও বিক্রেতার মন্তব্য
SEND US A MESSAGE
CONTACT INFORMATION
Do you have questions about how Economist can help your company? Send us an email and we’ll get in touch shortly.